আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র সফর শেষে আজ (৩০ সেপ্টেম্বর) দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৫টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি ।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সময় সকাল সাড়ে ১০টায় ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান ছেলে সজীব ওয়াজেদ জয় ও পুত্রবধূ ক্রিস্টিনা ।
এদিকে, দেশে ফিরলে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আওয়ামিলীগ। দলের নেতা-কর্মীরা বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু`পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাবেন ।