News71.com
 International
 02 Oct 16, 01:03 PM
 378           
 0
 02 Oct 16, 01:03 PM

তুরস্কে অভ্যুত্থান পরবর্তী অভিযানে ১৫ বিশ্ববিদ্যালয় কর্মী আটক

তুরস্কে অভ্যুত্থান পরবর্তী অভিযানে ১৫ বিশ্ববিদ্যালয় কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে গত ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গতকাল শনিবার দেশের অন্যতম একটি পুরানো বিশ্ববিদ্যালয়ের ১৫ কর্মীকে আটক করেছে কর্তৃপক্ষ। রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, আজিয়ান সাগর তীরবর্তী ইজমির নগরীতে অবস্থিত এজ বিশ্ববিদ্যালয়ের ২৩ কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাদের আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে। তুরস্ক বলছে, প্রেসিডেন্ট রিসেফ তায়িপ এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে চালানো ব্যর্থ অভ্যূত্থানের মূল পরিকল্পনাকারী তিনি। গুলেন অবশ্য তার বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রত্যাখান করে আসছেন।

কয়েকজনের বিরুদ্ধে ক্ষুদে বার্তা চালাচালির একটি গোপন সিস্টেম ব্যবহারের অভিযোগও আনা হয়েছে। তুরস্কের দাবি, গোপন বার্তা বিনিময় করতে অভ্যূত্থানকারীরা বাইলক নামের একটি ডিভাইস ব্যবহার করেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ২৩ বিশ্ববিদ্যালয় কর্মীর মধ্যে আটজন এখনও পলাতক রয়েছেন। সংবাদ সংস্থা দোগান জানায়, আটককৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক রয়েছেন। তুরস্কের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয় হল এজ বিশ্ববিদ্যালয়।

অভ্যূত্থানের পর জরুরী আইনের আওতায় প্রায় ৩২ হাজার মানুষকে গ্রেফতার করেছিল তুরস্ক কর্তৃপক্ষ। এ নিয়ে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ইইউ গণগ্রেফতারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন