আন্তর্জাতিক ডেস্কঃ ভারত যুদ্ধবাজ নয় এমন মন্তব্য করে বিশ্বকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই বক্তব্য যেন শান্তিবার্তা ছড়িয়ে দিল। বিশ্লেষকদের মতে উরি হামলার জবাব হিসেবে সার্জিক্যাল স্ট্রাইক উপযুক্ত ছিল। কিন্তু এখনতো পাক-ভারত নিয়ন্ত্রণরেখা ও সীমান্তে উত্তেজনা নিয়ন্ত্রণে আনা দরকার ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার সকালে মোহনদাস কর্মচন্দ গান্ধীর জন্মদিন উপলক্ষে এক বক্তব্যে বলেন, ‘আমাদের দেশ কখনও অন্যের ভূখণ্ডের জন্য লালায়িত নয়। আমরা কখনওই কোনও দেশকে আক্রমণ করিনি। স্বাভাবিকভাবেই, এমন একটি অস্থিতিশীল পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই বক্তব্য গুঞ্জন ও কৌতূহল তৈরি করেছে বিভিন্ন মহলে ।
তবে রাজনীতিবিদরা মনে করছেন, এটা একেবারেই সুপরিকল্পিত। এমন নয় যে, সীমান্তে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বা অদূর-ভবিষ্যতে জঙ্গি অভিযান নিয়ে প্রস্তুতিতে কোনও রকম অবহেলা করা হচ্ছে। প্রতিরক্ষা সতর্কতাকে সবসময়ই প্রাধান্য দেয়া হয়েছে। তবে বিশ্বের কাছে মোদির বক্তব্য বিশ্বের কাছে ভারতকে শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে পরিচিতি দিলো। এদিকে, গুজরাট উপকূলে ৯ পাকিস্তানিকে ধরা হয়েছে। তাদের বিষয়ে কি করা হবে তা এখনো জানা যায়নি ।
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়লে তার চাপ ভারতকেও সইতে হবে। সে কারণে প্রধানমন্ত্রী নিজে উত্তেজনার পারদ কিছুটা নামিয়ে আনতে চাইছেন। আন্তর্জাতিক বাণিজ্য মহলকে এই বার্তা দিতে চাইছেন যে, ভারত এমন কিছু করতে চাইছে না, যাতে দেশের উন্নয়ন, অর্থনীতি এবং বিনিয়োগ পরিস্থিতি মুখ থুবড়ে পরে ।
পাক-ভারত- উভয়ই পরমাণু শক্তিধর দেশ। দু’দেশের মধ্যে উত্তেজনা বাড়লে গোটা বিশ্বেই তা উদ্বেগের বিষয় হবে। নয়াদিল্লি জানে যে, একতরফাভাবে পরিমিতি লঙ্ঘন করা হলে যেসব দেশ এখন সমর্থন করছে, তারাই পরে বেঁকে বসতে পারে। অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্ভাবনাও তৈরি হতে পারে, যা আদৌ কাম্য নয়। সে কারণেও ভারত যে ঐতিহাসিক ভাবেই দায়িত্বশীল ও শান্তিকামী দেশ সে কথাটি স্মরণ করিয়ে দিতে চাইছেন মোদি ।
সাম্প্রতিক সংকটময় পরিস্থিতিতে বিশ্বের নজর যেন ভারতের দিকে থাকে এবং পাকিস্তান যেন একঘরে হয়ে যায় সে বিষয়টি নিশ্চিত করতেই মোদি এবার কূটনৈতিক পথ অবলম্বণ করছেন। তিনি কোনো ভাবেই বিশ্বের দরবারে ভারতকে ছোট করতে চান না। আর এ কারণেই এমন উত্তেজনাকর পরিস্থিতিতেও তিনি শান্ত থেকেই শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাইছেন ।