News71.com
 International
 04 Oct 16, 07:18 PM
 441           
 0
 04 Oct 16, 07:18 PM

২০১৬ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন ৩ ব্রিটিশ বিজ্ঞানী ।।

২০১৬ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন ৩ ব্রিটিশ বিজ্ঞানী ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৬ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন ব্রিটেনের ৩ পদার্থ বিজ্ঞানী ডেভিড জে থাউলেস, ডানকান এম হালদেন ও মাইকেল কস্টারলিজ।  আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার পর রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স এ পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করেন।

নিউট্রিনো আন্দোলিত হয় এবং এর ভর রয়েছে’- প্রমাণ করে গত বছর পদার্তে নোবেল পুরস্কার জিতেছিলেন জাপানি বিজ্ঞানী তাক্কাকি কাজিতা এবং কানাডিয়ান বিজ্ঞানী আর্থার বি ম্যাকডোনাল্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন