News71.com
 International
 21 Jan 16, 11:14 AM
 999           
 0
 21 Jan 16, 11:14 AM

এবার জঙ্গী টর্গেট সংবাদ কর্মী ।। আত্মঘাতি হামলায় সাত সাংবদিক নিহত

এবার জঙ্গী টর্গেট সংবাদ কর্মী ।।  আত্মঘাতি হামলায় সাত সাংবদিক নিহত

নিউজ ডেস্ক : আফগানিস্তানের জনপ্রিয় টিভি চ্যানেল 'টোলো'এর ৭ সংবাদকর্মী নিহত হয়েছেন । আত্মঘাতী বোমা হামলায় এ হতাহতের ঘটনাটি ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে টোলো টিভির সাংবাদিকদের বহনকারী মিনিবাসে এ হামলার ঘটনা ঘটে।

স্মরণকালের ন্যাক্কারজনক এ হামলার দায় এখন পর্যন্ত কোন জঙ্গী গ্রুপ স্বীকার করেনি। তবে ধারনা করা হচ্ছে তালেবানরাই ঘটনাটি ঘটিয়েছে। তালেবানদের সামরিক টর্গেট ঘোষণার এক মাস পরেই ঘটলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন