News71.com
 International
 03 Jul 17, 12:17 PM
 209           
 0
 03 Jul 17, 12:17 PM

আল-আকসা মসজিদে ফিলিস্তিন মুসল্লিদের নামাজ পড়তে বাধা।।  

আল-আকসা মসজিদে ফিলিস্তিন মুসল্লিদের নামাজ পড়তে বাধা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মুসলমানদের প্রথম কেবলা তথা আল-আকসা মসজিদে ফিলিস্তিন মুসল্লিদের নামাজ পড়তে দিচ্ছে না ইসরাইল। ফিলিস্তিন কর্তৃপক্ষ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি,ইজরাইলের এই পদক্ষেপ সব ধরনের আন্তর্জাতিক আইন ও ইশতেহারের লঙ্ঘন এবং তা সব মানবীয় মূল্যবোধ ও নৈতিকতারও পরিপন্থী।

ফিলিস্তিনি বিশেষজ্ঞ মুহাম্মাদ জাদাল্লাহ এই প্রসঙ্গে বলেন,ইসরাইল এমন পদক্ষেপের মাধ্যমে এটাই বোঝাতে চায় যে আল-আকসা মসজিদের ওপর এখন আর মুসলমান ও ফিলিস্তিনদের কর্তৃত্ব নেই। বরং তা এখন পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। ফিলিস্তিনরা আজ নিজ ভূমিতেই পরবাসী। সেখানে মুসলমানদের স্থাপনা এবং পবিত্র স্থানগুলিও আজ ইসরাইলি দখলদারিত্বের আশেপাশে থাকায় প্রায়ই নানা ধরনের সীমাবদ্ধতা ও অমর্যাদার শিকার হচ্ছে। উল্লেখ্য ইসরাইলে মুসলমানদের পবিত্র স্থানগুলিতে ইহুদিবাদীরাও যখন তখন প্রবেশ করে কথিত ইহুদি ধর্মীয় উৎসব ও উপাসনা পালন করছে। এমনকি তারা এইসব স্থানে আজান দেয়া নিষিদ্ধ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন