News71.com
 International
 23 Apr 16, 07:38 AM
 624           
 0
 23 Apr 16, 07:38 AM

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিজেপি দলীয় সাংসদ বাবুলাল গৌড়ের নোংরামি ।।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিজেপি দলীয় সাংসদ বাবুলাল গৌড়ের নোংরামি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ নিজের কুরুচির পরিচয় আগেও দিয়েছেন মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি সাংসদ বাবুলাল গৌড়। তবে, ৮৫ বছর বয়সের এই বৃদ্ধ রাজনীতিকের মানসিকতা যে এতটা বিকৃত ও নোংরা, তা ঘুণাক্ষরেও টের পাননি ১০ বার তাঁকে নির্বাচনে জেতানো ভোটাররা। এক মহিলার শরীরে আপত্তিকরভাবে তাঁর হাত দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভোপালের একটি অনুষ্ঠানে ক্যামেরায় ধরা পড়েছে প্রবীণ এই সাংসদের কুত্সিত লালসার লিপ্সা। দিনের আলোয় প্রকাশ্যে এক মহিলার শরীরে আপত্তিজনক হাত দিতে দেখা গিয়েছে তাঁকে। বাসে উঠতে ব্যস্ত ওই মহিলার শরীরে হাত দেন বাবুলাল গৌড়।

১০ বছর ধরে ভোপালের গোবিন্দপুরা আসনে জিতে আসছেন বিজেপির এই সাংসদ। এর আগেও নানা কারণে তাঁকে নিয়ে বিতর্ক হয়েছে। গত বছর মে মাসে বিজেপি-র কনভেনশনে বক্তব্য রাখার সময় রাশিয়ান এক নেতার স্ত্রীকে তিনি বোঝানোর চেষ্টা করেন, কীভাবে বেল্ট ছাড়া ধুতি পরেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন