News71.com
 International
 25 May 16, 07:23 PM
 566           
 0
 25 May 16, 07:23 PM

তিস্তা ও সীমান্ত সমস্যাসহ ভারত-বাংলাদেশের বেশকিছু যৌথ ইস্যুর এখনই সমাধানের সময়

তিস্তা ও সীমান্ত সমস্যাসহ ভারত-বাংলাদেশের বেশকিছু যৌথ ইস্যুর এখনই সমাধানের সময়

নিউজ ডেস্ক : ভারতের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয়বার ক্ষমতারোহণ ও আসামে বিজেপির বিজয় বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বর্তমান নতুন বাস্তবতায় সীমান্তবর্তী এই দুই ভারতীয় রাজ্যের সঙ্গে বাংলাদেশের ঝুলে থাকা সমস্যাগুলোর ব্যাপারে আমরা এই দুই রাজ্যের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কেননা, তাঁদের সহযোগিতা ছাড়া দ্বিপক্ষীয় অনেক সমস্যার সমাধানই অসম্ভব।

আসামের কথিত অনুপ্রবেশ ইস্যুকে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার যতটা হালকা করে দেখেছেন, তা যে সঠিক নয় বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন এমন সাবেক চার শীর্ষ ভারতীয় কূটনীতিকের কণ্ঠে সেটাই প্রতিধ্বনিত হলো। তবে আমরা আশা করি, বিজেপির কথিত অনুপ্রবেশ ইস্যু থিতিয়ে যাবে।

অস্বীকার করার উপায় নেই যে ভারতের কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনে পড়ে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। পশ্চিমবঙ্গের আপত্তির কারণে তিস্তা চুক্তি আটকে আছে। আবার আসামে বিজেপির বাংলাদেশবিরোধী প্রচারণাও দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

বাংলাদেশের ওপর দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ট্রানজিট সুবিধাপ্রত্যাশী ভারতের আসাম রাজ্য যদি সীমান্ত সিল করে বৈরিতার পথ ধরে, তবে তা গ্রহণযোগ্য হতে পারে না। মনে রাখতে হবে, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিবেশী রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত বন্ধন আছে, তা অস্বীকার বা অগ্রাহ্য করে দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়া যাবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে গত ২০১১ সালে সবকিছু চূড়ান্ত হয়েও তিস্তা নদীর জলবণ্টন চুক্তি সই হতে পারেনি। পরবর্তীতে গতবছর অর্থাৎ ২০১৫ সালে মমতা বাংলাদেশ সফরে এসে বাংলাদেশকে তাঁর প্রতি আস্থা রাখার কথা বলেছিলেন। আর এবার দ্বিতীয়বার বিজয়ী হওয়ার পর তাঁর সেই আস্থার প্রতিদান দেওয়ার এখনই উপযুক্ত সময়।

উল্লেখ্য সম্প্রতি আন্তনদী–সংযোগের মাধ্যমে উজানে ভারতের পানি সরিয়ে নেওয়ার খবর আমাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। উজানে পানির সংকটের অজুহাতে ভারত ভাটির দেশ বাংলাদেশকে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করতে পারে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন