আন্তর্জাতিক ডেস্ক : একুশ শতকে গোটা পৃথিবী তাকিয়ে আছে ভারত ও চিনের দিকে| ভারত ও চিনের দায়িত্ব এই শতকের সভ্যতার কাণ্ডারি হয়ে ওঠার মত শক্তি সঞ্চয় করা| চারদিনের চিন সফরে ৱুধবার গুয়ানদং প্রদেশের রাজধানীতে ভারতীয়দের আয়োজিত একটি সভায় উপস্থিত হয়ে একথা বললেন ভারেত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়|
তিনি আরও বলেন, দুদেশের এই বিপুল সংখ্যক মানুষের ক্রমবর্ধমান উন্নতি শুধু ভারত বা চিনের মানুষের জন্যই নয়, গোটা পৃথিবীর জন্যই লাভজনক হয়ে দাঁড়াবে| চিনে উপস্থিত ভারতীয়দের এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে| সরকারি স্তরে উন্নয়নের কথা মাথায় রেখে ইতিমধ্যে ভারত ও চিন নিজেদের সম্পর্ক সুস্থ করার দায়িত্ব নিয়েছে|
ভারত ও চিনের মৈত্রীর সুফল যাতে দুদেশের সাধারণ মানুষের উন্নতির কাজে ব্যবহার করা যায়, সেই চেষ্টাই এবার থেকে করতে হবে বলেন রাষ্ট্রপতি | তিনি বলেন আগামি ২০২৫ সালের মধ্যে প্রযুক্তি, বানিজ্য ও একাধিক ক্ষেত্রে ভারত ও চিনের উন্নত সম্পর্ক আন্তর্জাতিক ক্ষেত্রে শুধু দুদেশের অবস্থানকেই গুরুত্বপূর্ণ করে তুলবে না, সাহায্য করবে এশিয়া উপমহাদেশের উন্নতিতেও|