আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে তালেবানের নতুন নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা বলেছেন, কাবুল সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসবে না তার দল। এক অডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। মার্কিন ড্রোন হামলায় তার পূর্বসূরি মোল্লা আখতার মানসুর নিহত হওয়ার কয়েক দিনের মধ্যেই এ ঘোষণা দেওয়া হলো। তালেবানের মুখপাত্র এ বার্তা প্রকাশ করেছেন।
এতে হাইবাতুল্লাহ আখুনজাদা নামে পরিচয় দানকারীর কণ্ঠে বলা হয়, না, না, তালেবান কখনই কোনো ধরণের শান্তি আলোচনায় বসবে না। মানুষ মনে করছে মোল্লা মানসুরের মৃত্যুর পর তালেবান অস্ত্রসমর্পণ করবে কিন্তু না। আমৃত্যু লড়াই করবে তালেবান।তবে এটি সত্যিই আখুনজাদার কণ্ঠ কিনা বা কখন এ বার্তা রেকর্ড করা হয়েছে তা নিশ্চিত নয়। ২ তালেবান কমান্ডার গতকাল শেষ বেলায় সাংবাদিকদের কাছে এ অডিও বার্তা দেন। তারা বলেন, এতে তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আছে। এদিকে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তিনি এ অডিও বার্তা প্রকাশ করেননি।