নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনে মূল হোতারা রয়েছে ভারতে। তারা এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের বিরুদ্ধে এই হ্যাকিংয়ের পরিকল্পনা করেছে। আর এর পেছনে একাধিক হ্যাকার জড়িত রয়েছে। ব্রিটেনের ডেইলি মেইল-এর এক প্রতিবেদনের মাধ্যমে এসব কথা বলা হয়। এতে আরো বলা হয়, এসব হ্যাকারের হদিস পাওয়া সম্ভব নয়।
গত ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৯৫ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয়ার চেষ্টা করে উক্ত হ্যাকার চক্র। এর মধ্য থেকে তারা মাত্র ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নিতে সমর্থ হয়। এই অর্থ লুটের ঘটনা নিয়ে তদন্ত করছে একাধিক সংস্থা। তবে এখনো পর্যন্ত ঘটনায় সংশ্লিষ্ট কারো সন্ধান মেলেনি।
এর সাথে সংশ্লিষ্টরা ভারতে অবস্থান করছে এবং তারা সম্ভবত প্রক্সি (ইন্টারনেটে নিজের প্রকৃত অবস্থান গোপন করে ভার্চুয়াল অবস্থান দেখানোর পদ্ধতি) ব্যবহার করে এসব দূর্নীতি করছে। সে কারণেই তাদের ধরা যাচ্ছে না। তারা ভারতের কেন্দ্রেই অবস্থান করছে এবং কয়েকজন রয়েছে বাইরে। কারিগরি দিক থেকে তারা এতটাই শক্তিশালী যে তাদের সন্ধান পাওয়াই অসম্ভব হয়ে দাড়িয়েছে।
উল্লেখ্য, এসব ব্যক্তি খুব সহজেই আত্মগোপন করতে সক্ষম এবং ২/৩ মিনিটের মধ্যেই হারিয়ে যেতে পারে। কর্তৃপক্ষ লোপাট হওয়া অর্থের কিছুটা উদ্ধার করতে পারলেও পুরোটা পারেনি এবং এর হোতাদের সারাজীবন নিশ্চিন্তে পার করে দেয়ার জন্য দেড় কোটি ডলারই যথেষ্ট।