News71.com
 International
 26 May 16, 01:00 PM
 569           
 0
 26 May 16, 01:00 PM

ইরানের ওয়েবসাইট হ্যাকড, আইএস এর স্বীকারোক্তি।।

ইরানের ওয়েবসাইট হ্যাকড, আইএস এর স্বীকারোক্তি।।

আন্তর্জাতিক ডেস্কঃ গত বুধবার (২৫ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের হ্যাকার সংগঠন ইরানের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের ওয়েবসাইটটি হ্যাক করেছে। জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটে কর্মরতরা তাদের কম্পিউটার সিস্টেমে ঢুকতে পারছিলেন না। লগ ইনের পর তাদের কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠে হ্যাকড বাই দায়েশ।

আরবি নামের এই দায়েশই ইসলামিক স্টেট সংক্ষেপে আইএস নামে মধ্যপ্রাচ্যে পরিচিত। আইএসের হ্যাকারদের হামলা থেকে ওয়েবসাইটটি উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন