News71.com
 International
 26 May 16, 01:10 PM
 621           
 0
 26 May 16, 01:10 PM

টানা ১৭ ঘণ্টা আকাশে উড়ে বিশ্ব রেকর্ড করলো সৌরবিদ্যুৎচালিত প্লেন।।

টানা ১৭ ঘণ্টা আকাশে উড়ে বিশ্ব রেকর্ড করলো সৌরবিদ্যুৎচালিত প্লেন।।

আন্তর্জাতিক ডেস্কঃ আজ মহাকাশ ভ্রমণে নতুন একটি দিগন্তের উন্মোচন হয়েছে। বিস্তৃত আকাশে ফুয়েলহীন প্লেন উড্ডয়ন ও সফল অবতরণ তারই একটি প্রমাণ। আজ বৃহস্পতিবার (২৬ মে) সৌরবিদ্যুৎচালিত ‘সোলার ইমপালস ২’ নামে একটি প্লেন ১৭ ঘণ্টা আকাশে উড়ে সফল অবতরণ করে বিশ্ব রেকর্ড করেছে।

কোনো ফুয়েল ব্যবহার না করে শুধু নবায়নযোগ্য জ্বালানিকে (সৌর বিদ্যুৎ) কাজে লাগিয়ে উড্ডয়ন ও সফল অবতরণ বলে ‘সোলার ইমপালস ২’। এর আগে ২০১৫ সালের মার্চ মাসে সর্বপ্রথম আকাশে উড়েছিলো প্লেনটি। তবে এবার দীর্ঘ ১৭ ঘণ্টার মহাশূন্য ভ্রমণ শেষে সফল অবতরণ করে বিশ্বরেকর্ড করেছে বলে দাবি করছেন ‘সোলার ইমপালস ২’ এর গবেষক ও বিজ্ঞানীরা।

গত বুধবার (২৫ মে) সন্ধ্যায় যুক্তরাষ্টের অহিও রাজ্যের ডেটন থেকে ‘সোলার ইমপালস ২’ উড়াল দেয়। মহাশূন্য ভ্রমণ শেষে প্লেনটি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৪৯ মিনিটে লিহাই ভ্যালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। সুইস পাইলট বারট্রান্ড পিচার্ড প্লেনটির উড্ডয়ন, পরিচালনা ও সফল অবতরণে দায়িত্ব পালন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন