আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় অবশেষে সংশোধিত হল তাদের ধর্ষণ আইন। এখন থেকে শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও খোজকরণ ঘোষণা করা হল। ১৪ বছরের এক শিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনাকে সামনে রেখে তীব্র জনরোষের মুখে শেষ পর্যন্ত আইনটি সংশোধনে বাধ্য হল দেশটির সরকার।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জুকো উইডোডো বলেছেন, দেশে শিশুদেরকে যৌন নির্যাতন থেকে রক্ষায় আইনে এই সংশোধন আনা হয়েছে। এর আগে দেশটিতে শিশু বা বয়স্ক যে কাউকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল ১৪ বছরের করাদণ্ড। এই আইনের সংশোধনের পাশাপাশি আরো জানানো হয়, শিশুদেরকে যৌন হয়রানির কারণে শাস্তি পেয়ে যারা মুক্তি পাবে তাদের ওপর নজরদাড়ি রাখার জন্য শরীরে ইলেক্ট্রনিক্স ডিভাইস বসানো হবে।