News71.com
 International
 26 May 16, 03:05 PM
 561           
 0
 26 May 16, 03:05 PM

নিষেধাজ্ঞা লঙ্ঘন করে মিশরকে অস্ত্র দিচ্ছে ইইউ সদস্যরা

নিষেধাজ্ঞা লঙ্ঘন করে মিশরকে অস্ত্র দিচ্ছে ইইউ সদস্যরা

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরে ইসলামপন্থীদের ওপর গণহত্যার পর ইউরোপীয় ইউনিয়ন তার সদস্য দেশগুলোকে কায়রোতে অস্ত্র সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু ইইউর প্রায় অর্ধেক দেশই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অস্ত্র সরবরাহ করেছে।এতে স্বৈরশাসিত দেশটিতে বেআইনি হত্যাযজ্ঞ, গুম এবং নির্যাতনের ঝুঁকি তৈরি হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে একথা প্রকাশ করেছে ।

গতকাল এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের আগস্টে কায়রোতে নিরাপত্তা বাহিনী অন্তত ৬০০ প্রতিবাদী জনতাকে হত্যার পর ইইউ অস্ত্র নিষেধাজ্ঞা জারি করলেও যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন এবং বুলগেরিয়ার মত ১২টি দেশ মিশরের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে রয়ে গেছে। এ সময় পুলিশি অস্ত্রশস্ত্রও সরবরাহ করা হয়েছে। শুধু ২০১৪ সালেই ইইউভুক্ত দেশগুলো মিশরের কাছে ৬৭৭ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি । মিশরকে যেসব অস্ত্র দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ক্ষুদ্রাস্ত্র, হালকা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সাঁজোয়া যান, সামরিক হেলিকপ্টার, সন্ত্রাসবাদ ও সামরিক অভিযানে ব্যবহৃত ভারী অস্ত্রশস্ত্র এবং নজরদারি প্রযুক্তি।

উল্লেখ্য, ৩ বছর আগে গণহত্যার পর ইইউ তার সদস্য দেশগুলোর ওপর মিশরে অস্ত্র সরবরাহ স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল, বর্তমানে মিশরে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা বিভাগের অন্তর্বর্তী সহকারি মাগদালেনা মুগরাবি। শুধু ২০১৫ সালেই মিশরে ১২৫০ জন গুম এবং ২৬৭টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। দেশটিতে রাজবন্দির সংখ্যা ৪০,০০০। ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী যেসব সামগ্রী ব্যবহার করে তার সবগুলোর ওপরই নিষেধাজ্ঞা চাই। আমরা বলেছিলেন অ্যামনেস্টির অস্ত্র নিয়ন্ত্রণ ও মানবাধিকার কর্মসূচির প্রধান ব্রায়ান উড । তিনি আরও বলেন, আমরা চাই অপরাধীদের বিচারের মুখোমুখি করা হোক, কারণ মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং আইনের শাসন না থাকলে কোনো দেশ নিরাপদ হতে পারে না। উড বলেন, মিশর সরকার পুরোপুরি ভুল পথে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন