আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মুম্বাইয়ের একটি রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে ৪০ জনেরও বেশি। আজ বৃহস্পতিবার দুপুরে মহারাষ্ট্রের দম্বিভলি এলাকার আচার্য নামক রাসায়নিক কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে । এ রিপোর্ট লেখা সময়ও আজ সন্ধ্যায় অনেকে কারখানার ভেতরে আটকা পড়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তাই হতাহতের পরিমান আরও বাড়বে বলে ধারনা করা হচ্ছে ।
জানাগেছে দেশটির হার্বার্ট ব্রাউন কোম্পানির (আচার্য) ডব্লিউ-২ ৫৮/৫৯ প্লটের একটি ভবনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশের অন্তত ছয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। এখনও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা চেষ্টা করছেন।
আহতদের উদ্ধার করে এআইএমএস দম্বিভলি হাসপাতাল, আরআর হাসপাতাল, শাস্ত্রিনগর ও শিবম হাসপাতালে ভর্তি করা হয়েছে।