আন্তর্জাতিক ডেস্কঃ অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের তিন কর্মকর্তাকে আটক করেছে দেশটির ত্রিপুরা রাজ্যের পুলিশ। এ সময় বাংলাদেশীদের সহযোগিতা করার অভিযোগে এক ভারতীয় যুবককেও আটক করা হয়েছে। গত সোমবার ত্রিপুরার পুলিশ তাদের আটক করে। তবে বাংলাদেশী কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক বাংলাদেশীরা স্বীকার করেছেন,তারা দিল্লি হয়ে তুরস্কে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
ত্রিপুরার সিপাহিজালা জেলার পুলিশ প্রধান প্রদীপ দে জানান, আমরা সোমবার তিন বাংলাদেশী কর্মকর্তাকে আটক করেছি। তাদের বয়স ২৮ থেকে ৩৮- এর মধ্যে। আটকরা সোনামুরা রুট (পশ্চিম ত্রিপুরা) দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের কাছে কূটনৈতিক পাসপোর্ট রয়েছে। আটক বাংলাদেশীদের সোনামুড়া জেলে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তাদের সঙ্গে বিশাল বিশাল সুটকেস রয়েছে। সেগুলো ছাড়াও তাদের পাসপোর্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রদীপ দে।
উল্লেখ্য, এর আগে গত মার্চে ত্রিপুরা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় নারী ও শিশুসহ ৫৮ বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছিল। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর অধিকাংশই কাঁটাতারের বেষ্টনী দিয়ে ঘেরা। বাকি অংশে রয়েছে কিছু দুর্গম পাহাড় ও খাদ এলাকা।