News71.com
 International
 26 May 16, 09:46 PM
 559           
 0
 26 May 16, 09:46 PM

কাশ্মীরের সীমান্তে জঙ্গী অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনাবাহিনী; বন্দুকযুদ্ধে নিহত ২ জঙ্গি।।

কাশ্মীরের সীমান্তে জঙ্গী অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনাবাহিনী; বন্দুকযুদ্ধে নিহত ২ জঙ্গি।।

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের কুপওয়ারার নওগাম সেক্টরে সীমান্ত পেরিয়ে জঙ্গিদের ভারতের ঢোকার চেষ্টা রুখে দিল সেনাবাহিনী। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে দুই জঙ্গি।

জনৈক সেনা অফিসার জানান, আজ ভোরে নওগামের টুট মারি গলির কাছে অনুপ্রবেশের চেষ্টা করা ৫-৬ জন সন্ত্রাসবাদীর একটি দলকে বাধা দেন জওয়ানরা। ৩৫ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা সন্ত্রাসবাদীদের চ্যালেঞ্জ করলে তারা গুলি চালাতে থাকে। পাল্টা গুলি চালায় জওয়ানরা। ঘন জঙ্গলে গুলির লড়াই দীর্ঘক্ষণ ধরে চলছে বলে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত দুজন জঙ্গি নিহত হয়েছে। তাদের দেহ সংঘর্ষস্থলেই পড়ে আছে। বাকি জঙ্গিদের কোণঠাসা করতে ১৮ জাঠ ও নাগা রেজিমেন্টের বাড়তি বাহিনীকে অভিযানে সামিল হতে পাঠানো হয়েছে বলে জানান ওই সেনা অফিসার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন