আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় মৎস্যজীবী হত্যা মামলায় অভিযুক্ত ইতালীয় নাবির সালভাতোর গিরোনেকে দেশে ফেরার অনুমতি দিল সুপ্রিমকোর্ট। তবে ইতালি পৌঁছনোর সঙ্গে সঙ্গে পাসপোর্ট জমা দিতে হবে তাঁকে। আন্তর্জাতিক ট্রাইবুন্যাল এই মামলায় রায় দেওয়ার এক মাসের মধ্যে তাঁকে ভারতে ফিরে আসতে হবে।
২০১২ সালে জলদস্যু সন্দেহে কেরলের দুই মৎস্যজীবীকে হত্যা করার অভিযোগে সালভাতোর গিরোনে ও ম্যাসিমিলিয়ানো লাতোরে নামে দুই ইতালীয় নাবিককে গ্রেফতার করে পুলিশ। চিকিৎসার কারণ দেখিয়ে লাতোরে দু’বছর আগেই ফিরে গেছেন ইতালিতে। গিরোনে ছিলেন নয়াদিল্লিতে, ইতালীয় দূতাবাসে। আজ শীর্ষ আদালত জানিয়েছে, আন্তর্জাতিক ট্রাইবুন্যাল যতদিন না এই মামলার ব্যাপারে রায় দিচ্ছে, ততদিন গিরোনেও ইতালি থাকতে পারবেন।
এই রায়ে সন্তোষপ্রকাশ করে ইতালির বিদেশ মন্ত্রক জানিয়েছে, ক’দিনের মধ্যেই ওই নাবিককে দেশে ফেরত আনবে তারা।
নাবিকদের বিচার কোথায় হবে তা নিয়ে ভারত ও ইতালির মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে। ইতালির দাবি, এই মামলার শুনানি ভারতে হওয়া উচিত নয়, কারণ খুন ভারতীয় জলসীমায় হয়নি। তবে সেই দাবি বরাবর উড়িয়ে দিয়েছে দিল্লি। অবশেষে দুই দেশ ঐকমত্যে পৌঁছনোয় গত বছর থেকে হেগের আন্তর্জাতিক ট্রাইবুন্যালে এই মামলার সালিশি শুরু হয়েছে। দিল্লির আশা, ভারতে মামলা চলার পক্ষেই রায় দেবে ট্রাইবুন্যাল।