আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে মার্কিন রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক সমর্থন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রতিনিধিদের (ডেলিগেটদের) কাঙ্ক্ষিত পর্যায়ের সমর্থন পেয়েছেন।
বার্তা সংস্থার তথ্যমতে, দলের অধিকাংশ প্রতিনিধিদের সমর্থন পেয়েছেন ট্রাম্প। আর অল্প কিছু সংখ্যক তাকে আজকের প্রতিনিধি সভায় সমর্থন জানাবেন বলেও জানা গেছে। রিপাবলিকানের হয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে দলের ১, ২৩৭ জন প্রতিনিধির সমর্থন লাগে। আর ট্রাম্প ইতোমধ্যে ১, ২৩৮ জন প্রতিনিধির সমর্থন পেয়েছেন।
গত ৭ই জুনের ৩০৩ জন প্রতিনিধির সমর্থনই ট্রাম্পকে দলীয়ভাবে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের কাঙ্ক্ষিত সমর্থন লাভে সহায়তা করেছে। এর ফলে গ্রীষ্মের প্রতিনিধি সম্মেলনে আর তাকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য প্রতিযোগিতায় নামতে হচ্ছে না।