News71.com
 International
 27 May 16, 11:29 AM
 632           
 0
 27 May 16, 11:29 AM

ইমেইল ব্যবহারে সরকারি আইন ও রীতিনীতি লঙ্ঘন করেছেন সাবেক ফাস্টলেডি হিলারি ক্লিনটন

ইমেইল ব্যবহারে সরকারি আইন ও রীতিনীতি লঙ্ঘন করেছেন সাবেক ফাস্টলেডি হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকা কালে কাজের জন্য বিনা অনুমতিতে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করে সরকারি বিধি লঙ্ঘন করেছেন হিলারি ক্লিনটন। গত বুধবার (২৭ মে) পররাষ্ট্রবিভাগের একটি বিশেষ তদন্ত প্রতিবেদন থেকে এই তথ্য উঠে আসে।

বাড়িতে হিলারির ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহারের কড়া সমালোচনা করা হয়েছে এ প্রতিবেদনে। একইসঙ্গে হিলারি ক্লিন্টনসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য সাবেক পররাষ্ট্রমন্ত্রীরা ই-মেইল এবং কম্পিউটারের অন্যান্য তথ্যের নিরাপত্তা ব্যবস্থাপণায় দুর্বলতার পরিচয় দিয়েছিলেন বলেও এতে অভিযোগ করা হয়েছে।

তদন্তে দেখা গেছে, হিলারি ই-মেইলে তথ্য সংগ্রহের নীতিমালা অনুসরণে ব্যর্থ হয়েছেন এবং অনুমতি ছাড়া রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেছেন।তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ই-মেইলে তথ্য সংগ্রহের ক্ষেত্রে হিলারির এই পদ্ধতিগত দুর্বলতা বহুদিনের। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগেও তার এই দুর্বলতা ছিল। এ বিষয়ে হিলারি বলেন, “তদন্ত প্রতিবেদন বলছে, আমি আমার পূর্বসুরীদের মতোই ছিলাম।”

দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনও (এফবিআই) বিষয়টি নিয়ে তদন্ত করছে। ঠিকঠাক মত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হলেও হিলারির সার্ভারে অন্য কারো অনুপ্রবেশের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

রাষ্ট্রীয় কাজে হিলারির ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের বিষয়টি মার্চে জনসম্মুখে প্রকাশ পায়। তারপর থেকে সরকারি স্পর্শকাতর তথ্য তিনি কীভাবে সামলেছেন তা নিয়ে শুরু হয় প্রকাশ্য পর্যালোচনা। এক পর্যায়ে নিজের কাজের ব্যাখ্যা দিতে ও আত্মপক্ষ সমর্থন করতে বাধ্য হন হিলারি।

পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহারকে ‘ভুল’ হিসেবে স্বীকার করে এজন্য ক্ষমা চেয়েছেন ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী হিলারি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন