আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাওয়া তিনটি কুমির পরীক্ষায় জানা গেছে, এগুলো মিসরের নীল নদের মানুষ খেকো কুমিরের বংশধর। কুমিরের ডিএনএ পরীক্ষায় এটা নিশ্চিত হয়েছে। আর এসব কুমির কিভাবে যুক্তরাষ্ট্রে গেল, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ন্যাশনাল জিওগ্রাফিক।
নীল নদের বিপজ্জনক এ কুমির আমেরিকার স্থানীয় কুমিরগুলোর মতো নয়। এগুলো আফ্রিকান কুমির এবং মাছ, পাখি, পোকামাকড় খেয়ে বেঁচে থাকলেও এদের শিকারের তালিকায় রয়েছে মানুষও। আফ্রিকায় সাহারা মরুভূমির আশপাশের দেশগুলোতে এসব কুমিরের হাতে প্রতিবছর প্রায় ২০০মানুষের মৃত্যু হয়। দূর থেকে আমেরিকান কুমিরগুলোর মতো দেখতে হলেও নীল নদের কুমিরগুলোর রয়েছে দাঁতাল চোয়াল। শক্তিশালী এচোয়ালের সহায়তায় এ কুমির বহু শক্তিশালী প্রাণীকে শিকার করে থাকে। নীল নদের কুমিরের দৈর্ঘ্য ২০ ফুট পর্যন্ত হয়ে থাকে। দৈর্ঘ্যের দিক দিয়ে এটি দ্বিতীয় বৃহত্তম প্রজাতির কুমির।
এ কুমিরের চেয়ে বড় কুমির হলো লবণাক্ত জলের কুমির। এসব কুমির পাওয়া গিয়েছিল ২০০৯, ২০১১ ও ২০১৪ সালে। কিন্তু সম্প্রতি ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে এগুলো নীল নদের কুমির। এ ধরনের কুমির পাওয়ায় মার্কিন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা মনে করছেন এসব কুমির ছড়িয়ে পড়লে আমেরিকার পরিবেশের ওপর হুমকির সৃষ্টি হতে পারে।
সম্প্রতি এ নীলনদের কুমিরের বিষয়ে কিছু ভয়ংকর তথ্য দিয়েছেন অ্যাডাম রোসেনব্ল্যাট। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর গবেষক। তিনি জানান, নীলনদের কুমির আমেরিকান অন্য কুমিরগুলোর তুলনায় আগ্রাসী। তবে ফ্লোরিডাতে নীলনদের যে কুমিরগুলো পাওয়া গিয়েছে সেগুলো সম্পূর্ণ পরিণত নয়। এ ছাড়া কুমিরগুলো সেখানে বংশবিস্তার করেছে, এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। কিন্তু কিভাবে সেখানে কুমিরগুলো এসেছে এ বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।নীল নদের এ প্রজাতির কুমির বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কুমির বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ কুমিরের কামড় অন্য সব প্রাণীর তুলনায় শক্তিশালী।