আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া এবং চীনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছে। কম্পিউটার ভিত্তিক এ যৌথ ক্ষেপণাস্ত্র মহড়া চলবে ৩ দিন ধরে। গতকাল থেকে তা শুরু হয়েছে। উস্কানিমূলক বা দুর্ঘটনাবশত কোনো ব্যালিস্টিক এবং গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা থেকে দেশ ২টির ভূখণ্ড রক্ষার বিষয়ে মহড়ায় গুরুত্ব দেওয়া হবে।
এ ধরণের হামলার মুখে দেশ দুইটির বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মধ্যে সহযোগিতার বিষয়টি যৌথ মহড়ায় প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া, মহড়া শেষে রুশ-চীন সামরিক কর্মকর্তাদের দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনার কথা রয়েছে। চীন এবং রাশিয়ার সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক তৎপরতায় মস্কো ও বেইজিং উভয়েই উদ্বিগ্ন।