আন্তর্জাতিক ডেস্কঃ মরিশাস ও মোজাম্বিকে নতুন করে বিমানের আরও ৩টি ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব ভগ্নাংশ নিখোঁজ মালয়েশিয়ার এমএইচ-৩৭০ বিমানের। অস্ট্রেলিয়ার পরিবহন মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।
মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি ২০১৪ সালের মার্চে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ আরোহী নিয়ে নিখোঁজ হয়। সংশ্লিষ্টরা ধারণা করে আসছে, যাত্রীবাহী বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে। কিন্তু আসলে এর ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে এখনো রহস্যই রয়ে গেছে। পরিবহনমন্ত্রী দারেন চেস্টার বলেন, দুটি ভগ্নাংশ মরিশাস এবং অপরটি মোজাম্বিকে পাওয়া গেছে। বিশেষজ্ঞরা এসব পরীক্ষা করে দেখবেন বলে জানান চেস্টার।
উল্লেখ্য, নিখোঁজ বিমানটি উদ্ধারে প্রত্যন্ত ভারত মহাসাগরে তল্লাশি অভিযানে নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। গত সপ্তাহে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর প্রধান বলেছেন, আগস্টে তল্লাশি অভিযান বন্ধ করা হবে।