News71.com
 International
 29 May 16, 11:38 AM
 567           
 0
 29 May 16, 11:38 AM

ফাল্লুজার কর্তৃত্ব নিয়ে সরকারি বাহিনী ও আইএসের মধ্যে তীব্র লড়াই ।। শহর ছাড়তে শুরু করেছে বেসামরিক অধিবাসিরা ....

ফাল্লুজার কর্তৃত্ব নিয়ে সরকারি বাহিনী ও আইএসের মধ্যে তীব্র লড়াই ।। শহর ছাড়তে শুরু করেছে বেসামরিক অধিবাসিরা ....

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের ফালুজা ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) এর মূল ঘাঁটি রাকায় সরকারি বাহিনী ও তাদের সমর্থক পক্ষের যুগপৎ হামলা চলছে। বেশ কিছুদিন ধরে আইএসের দখলে থাকা ফালুজা শহরে আটকা পড়েছে প্রায় ৫০ হাজার সাধারণ মানুষ। যুদ্ধের ভয়ে গত শুক্রবার কয়েকশ লোক শহরটি থেকে পালাতে সক্ষম হয়েছে। তবে এর প্রায় দ্বিগুণ মানুষ আটকা পড়ে আছে ।

মার্কিন নেতৃত্বাধীন জোট দাবি করেছে, ফালুজায় তারা আইএসের অন্যতম একজন কমান্ডারকে হত্যা করেছে। জোটের মুখপাত্র স্টিভ ওয়ারেন বলেন, ‘আমরা শত্রুপক্ষের ৭০ জন যোদ্ধাকে হত্যা করেছি। এর মধ্যে রয়েছে আইএসআইএলের (আইএসের বিকল্প নাম) ফালুজা কমান্ডার মাহের আল-বিলাবি।’
ওয়ারেন বলেন, তাঁরা দুই দিন আগে আইএসের ফালুজার কমান্ডারকে হত্যা করেন। তবে দুজন ইরাকি সেনা কর্মকর্তা গত সপ্তাহেই আইএসের ওই কমান্ডারের হত্যার সংবাদ জানিয়েছিলেন।

ফালুজায় সরকারি শাসন প্রতিষ্ঠা করতে ২২ ও ২৩ মে সেখানে বড় ধরনের হামলা চালায় ইরাকি বাহিনী। ইরাকের যে দুটি প্রধান শহর এখনো আইএসের নিয়ন্ত্রণে রয়েছে, ফালুজা তার একটি। অন্যটি হলো মসুল। ফালুজায় এখন আইএসের মাত্র হাজার খানেক যোদ্ধা অবস্থান নিয়ে আছে বলে ধারণা করছে তারা।
অপর দিকে বিপুলসংখ্যক ইরাকি সেনা ও মিত্র যোদ্ধা ফালুজার চারদিকে অবস্থান নিয়েছে। তবে গতকাল শনিবার পর্যন্ত শহরের অভ্যন্তরে তারা প্রবেশ করতে পারে নি।

ফালুজা আইএসের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর অন্যতম। ইরাকে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ হারানো শহরগুলোর মধ্যে ফালুজাই প্রথম। ২০১৪ সালের জানুয়ারিতে ইসলামিক স্টেট শহরটি দখল করে নেয়।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের ইরাকের পরিচালক নাসির মুফলাহি বলেন, দিন দিন ফালুজার পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠছে।

ফালুজায় সরকারি বাহিনীর আক্রমণের আগে শহরের বাসিন্দাদের নিরাপদে বের হয়ে যাওয়ার জন্য কোনো দরজা রাখার পরিকল্পনা করা হয়নি।তারপরও সাম্প্রতিক দিনগুলোতে কিছু বেসামরিক লোক শহরটি ছেড়ে পালাতে সক্ষম হয়েছে। এদের একটি বড় অংশ শুক্রবার ফালুজা ত্যাগ করে।

পুলিশের শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল রায়েদ শাকির জাওয়াত বলেন, ‘আমাদের বাহিনী ৪৬০ জনকে শহর থেকে বের করে আনতে সক্ষম হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু।’
পরিবারের সদস্যদের সঙ্গে পালিয়ে আসা উম ওমর বলেন, ‘আইএস আমাদের যে খাবার খেতে দিত, তা কেবল পশুরাই খেতে পারে।’

অপর দিকে সিরিয়ায় আইএসের ‘রাজধানী’ রাকাতেও তাদের ওপর চাপ বাড়ছে। কুর্দি-আরব যোদ্ধাদের একটি জোট শহরটি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালাচ্ছে। শহরটিতে এখনো আনুমানিক তিন লাখ লোক বাস করছে। শহরটি ছেড়ে পালাতে তাদের অনেকেই বিভিন্ন উপায় খুঁজছে।

আইএসবিরোধী সংগঠন ‘রাকা ইজ বিয়িং স্লটারড সাইলেন্টলি’র (আরবিএসএস) মতে, পালানোর জন্য রাকার বাসিন্দাদের কেউ কেউ পাচারকারীদের ৪০০ ডলার সমমূল্যের অর্থ দিচ্ছে। আরবিএসএসের কর্মী হামুদ আল-মুসা বলেন, ‘এলাকার রাস্তাঘাটে প্রায় কাউকেই চলাচল করতে দেখা যায় না। মার্কিন নেতৃত্বাধীন জোট, রাশিয়া বা সরকারি বাহিনীর বিমান হামলার ভয়ে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত।’
মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, ‘আলেপ্পো প্রদেশে আইএসের সংঘাতের কারণে তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্তে প্রায় এক লাখ লোক আটকা পড়েছে’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন