News71.com
 International
 29 May 16, 02:14 PM
 576           
 0
 29 May 16, 02:14 PM

এশিয়ার প্রাচীন জাদুঘরে দৃষ্টিহীনদের জন্য বিশেষ সুবিধা....

এশিয়ার প্রাচীন জাদুঘরে দৃষ্টিহীনদের জন্য বিশেষ সুবিধা....

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম জাদুঘরে এবার দৃষ্টিহীনদের জন্য সুব্যবস্থা করা হচ্ছে। তাঁরা যাতে স্পর্শ করে ঐতিহাসিক নিদর্শনগুলির সঙ্গে পরিচিত হতে পারেন তার জন্য কিছু সামগ্রীর প্রতিরূপ তৈরি করা হচ্ছে। জাদুঘরের নিদর্শনগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য ব্রেইলে লেখা হচ্ছে।

কলকাতা জাদুঘরের পরিচালক জয়ন্ত সেনগুপ্ত বলেছেন, ‘জাদুঘরের সুবিধা সবার কাছে পৌছে দেয়ার জন্য কলকাতার দৃষ্টিহীনদের সংগঠনের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাদুঘর জাতীয় সম্পদ। সবার জন্য এই সম্পদ উন্মুক্ত হওয়া উচিত। দৃষ্টিহীনদের জন্য শীঘ্রই ব্রেইল সাইন বোর্ড তৈরি করা হবে। চলতি বছরের মধ্যেই সব গ্যালারিতে ব্রেইলে লেখা থাকবে। চোখে দেখতে না পেলেও তারা ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পারবেন ।

ব্রেইলে লেখা থাকলে দৃষ্টিহীনরা তা পড়তে পারবেন। কিন্তু প্রাচীন স্থাপত্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য তা যথেষ্ট নয়। সেই জন্য জাদুঘর কর্তৃপক্ষ কিছু নিদর্শনের প্রতিরূপ তৈরি করছে।

দৃষ্টিহীনদের সংগঠনের প্রতিনিধি অমিয় কুমার বিশ্বাস বলেছেন, তাঁরা অন্য কারও কাছ থেকে জাদুঘরের গল্প শুনতেন। এবার নিজেরা পড়তে পারবেন এবং বিভিন্ন জিনিস ছুঁয়ে দেখতে পারবেন। বাংলা ছাড়াও হিন্দি এবং ইংরেজিতে ব্রেইলে লেখা থাকবে।

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে দৃষ্টিহীনদের জন্য এই ব্যবস্থা চালু হচ্ছে ভারতের জাতীয় জাদুঘরে। শিশু-কিশোরদের জন্যও নতুন একটি বিভাগ চালু করা হচ্ছে। সব মিলিয়ে এবার সবার জন্যই আকর্ষণীয় হতে চলেছে এশিয়ার অন্যতম বৃহৎ এই জাদুঘর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন