News71.com
 International
 01 Jun 16, 12:02 AM
 644           
 0
 01 Jun 16, 12:02 AM

কলকাতায় নেপালি তরুণীকে গণধর্ষণ ।। আটক ৩

কলকাতায় নেপালি তরুণীকে গণধর্ষণ ।। আটক ৩

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এক নেপালি তরুণীকে চলন্ত গাড়িতে গণ-ধর্ষণের এক ঘটনায় পুলিশ আজ ৩জন ট্যাক্সিচালককে গ্রেপ্তার করেছে। সল্টলেকের পুলিশ বলছে ঐ গাড়িটিও তারা জব্দ করেছে।

গতকাল রবিবার রাতে কলকাতার সল্টলেক এলাকায় কথিত ঐ গণধর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ধর্ষিতা ঐ তরুণী পুলিশের কাছে অভিযোগ করেন রাত ১১টার দিকে সল্টলেকে একটি কফির দোকানে বন্ধুদের সাথে তার দেখা করার কথা ছিল। ট্যাক্সি থেকে নেমে রাস্তায় এক লোকের কাছে তিনি দোকানটির অবস্থান জানতে চান।

একটু পরেই ঐ ব্যক্তি এবং আরো তিনজন তাকে জোর করে একটি গাড়িতে তুলে চলন্ত গাড়িতে উপর্যুপরি ধর্ষণ করে। পরদিন অর্থাৎ সোমবার একটি রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার একজন ট্যাক্সিচালক ঐ তরুণীকে পুলিশের কাছে নিয়ে যায়।

উল্লেখ্য, কলকাতার একটি পানশালার কর্মী ঐ তরুণী এখন হাসপাতালে। ২০১২ সালের প্রথমের দিকে কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় একটি পানশালা থেকে বেরনোর পর একই কায়দায় এক তরুণীকে গাড়িতে উঠিয়ে ধর্ষণ করা হয়েছিল। ঐ ঘটনা নিয়ে তখন ব্যাপক তোলপাড় হয়েছিলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন