News71.com
 International
 02 Jun 16, 01:15 AM
 664           
 0
 02 Jun 16, 01:15 AM

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সমাপ্ত হলো: বাংলাদেশ এক্সপো

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সমাপ্ত হলো: বাংলাদেশ এক্সপো

নিউজ ডেস্ক: আসিয়ান দেশগুলোর বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশে উৎপাদন সম্ভাবনা তুলে ধরতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শেষ হলো বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০১৬। দুই দেশের ৪৪ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ব্যাংককে এটাই ছিল বাংলাদেশের এ ধরনের প্রথম আয়োজন।

আয়োজকরা বলছেন, আসিয়ানভুক্ত দশ দেশের বাজারে বাংলাদেশি পণ্যের জন্য প্রবেশ দ্বার হতে পারে থাইল্যান্ড। সেই লক্ষ্যেই ব্যাংককের বাংলাদেশ এক্সপোতে বাংলাদেশকে উপস্থাপন করা হয়েছে শিল্প উৎপাদনে সম্ভাবনাময় একটি দেশ হিসেবে।

আর থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত চেলামপল থানচিটও বলেছেন, “আমরা দুই দেশই পরস্পরের জন্য প্রবেশ দ্বার হিসেবে কাজে করতে পারি। এ আয়োজন সফলভাবে শেষ করতে পারায় বুধবার মেলার সমাপনী অনুষ্ঠানে ব্যাংক বাংলাদেশের দূতাবাসকে অভিনন্দন জানান তিনি। ২০০৭ থেকে তিন বছর ঢাকায় থাইল্যান্ডের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা থানচিট বলেন, তিনি নিজেকে ‘বাংলাদেশের বন্ধু’ বলেই মনে করেন।

বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সংগীত, নৃত্য আর ফ্যাশন শোর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকেও ব্যাংককের সামনে তুলে ধরেছেন বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ এক্সপো আয়োজনের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এই মেলায় যেসব আলোচনা উঠে এসেছে , সেগুলোকে বাস্তব রূপ দিতে ঢাকায় ফিরে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

পশ্চিমের দেশগুলোতে পণ্য ও সেবা রপ্তানি করে আসছে এমন ৫৫টি বাংলাদেশি প্রতিষ্ঠান ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে এ আয়োজনে অংশ নেয়। বাংলাদেশের ওষুধ, তৈরি পোশাক, পর্যটন, কৃষি, হিমায়িত মাছ, জ্বালানি, পাট, রেশম, তুলা, চামড়া, সিরামিক, আসবাব, জাহাজ নির্মাণ এবং টেলিযোগাযোগ খাতের বাণিজ্য সম্ভাবনার দিকগুলোও বাংলাদেশ এক্সপোতে তুলে ধরা হয়।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সমাপনী অধিবেশনে বলেন, “সহযোগিতা, সমন্বয় ও রাজনৈতিক অঙ্গীকার- এই তিন ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, যাতে যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন সম্ভব হয়।”

থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম বলেন, থাইদের কাছে নতুন বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন। “এভাবে বাংলাদেশের উৎপাদন সম্ভাবনার কথা আমরা আগে কখনো তুলে ধরিনি। এই আয়োজন পণ্য বিক্রির মেলা নয়, এই এক্সপো আমাদের সম্ভাবনার প্রদর্শনী। ”

এ আয়োজনের বিভিন্ন সেশনে থাইল্যান্ডের বাণিজ্য, শিল্প, পর্যটন. তথ্য-প্রযুক্তি ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছ থেকে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক সাড়া পাওয়ার কথাও রাষ্ট্রদূত জানান ।

বাংলাদেশের খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জ্বালানি ও পর্যটন খাতে থাই বিনিয়োগের আগ্রহের কথা এসেছে মেলায়। থাই বাণিজ্যমন্ত্রী এ বছরের মধ্যেই যৌথ বাণিজ্য কমিশনের বৈঠকের জন্য বাংলাদেশে আসার ইচ্ছার কথা ব্যক্ত করেছেন । কোন কোন বাংলাদেশি পণ্য থাইল্যান্ডে শু্ল্কমুক্ত সুবিধা পাবে, সেই তালিকা পরিবর্তনের দাবি জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন