আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজের টুইটার বার্তার প্রতিফলন ঘটতে শুরু করেছে। গত ২০১০ সালে দিল্লি থেকে নিখোঁজ সনু নামের শিশুকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেয়ার জন্য সনুর ডিএনএ পরীক্ষার জন্য গত ২৪ মে টুইট বার্তা দেন ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুসমা স্বরাজ ।
সুষমার টুইট বার্তা ছিল এরকম- ‘আমরা সনুর মা-বাবার সাথে ডিএনএ পরীক্ষা করব। পরীক্ষার রিপোর্ট পজেটিভ হলে আমরা অতি দ্রুত সনুকে ভারতে ফিরিয়ে আনব।’ সুষমার এই টুইটের ১৬ দিনের মাথায় বৃহস্পতিবার দুপুরে দিল্লি থেকে চিকিৎসকেরা এসে সনুর রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। এরপর সেগুলো নিয়ে তার মা-বাবার রক্তের সাথে পরীক্ষা করবেন। সবকিছু মিল হলে ভারতীয় দূতাবাস মা-বাবার কাছে সনুকে হস্তান্তর করবেন।
বৃহস্পতিবার ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (কনস্যুলার) রমা কান্ত গুপ্ত, ইন্ডিয়ান ফরেন অ্যাফেয়ার্সের মেডিকেল কনসালট্যান্ট ডা. ভেব প্রকাশ গ্রোভার ও অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ফরেনসিক মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. চিত্তরঞ্জন বহেরা যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে আসেন। তবে এ সময় বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
ফার্স্ট সেক্রেটারি রমা কান্ত গুপ্ত ইত্তেফাককে বলেন, আমরা ডিএনএন পরীক্ষার জন্য এসেছি। যারা তাকে সন্তান হিসেবে দাবি করেছে, তার সাথে মিলে গেলে আমরা তাকে ফিরিয়ে নেব। দুজনের রক্ত ম্যাচিং হলে আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলব- সনুকে ভারতে ফিরিয়ে দিতে। এরপর বাংলাদেশ সরকারই পরবর্তী পদক্ষেপ নেবে। কিন্তু সনু তো বরগুনার চিফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় যুক্ত মর্মে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি সেখানকার সিজেএমের সাথে কথা বলেছি। একটি কথা বলতে চাই, সনু ইজ নট এ ক্রিমিনাল, হি ইজ ভিকটিম।’
ডা. ভেব প্রকাশ গ্রোভার ইত্তেফাককে জানান, মা-বাবার সাথে সনুর রক্তের ম্যাচিং রিপোর্ট পেতে ১০-১২ দিন সময় লাগবে।
উল্লেখ্য, বরগুনার একটি চক্র ২০১০ সালে সনুকে ফুঁসলিয়ে নিয়ে আসে। দীর্ঘ ৪ বছর চেষ্টার পর বরগুনারই এক দরদি ব্যক্তি জামাল ইবনে মুসা সনুকে ওই চক্রের হাত থেকে উদ্ধার করেন। এর ৫ মাস পর তিনিই নয়াদিল্লি গিয়ে সনুর মা-বাবাকে খবর দেন।
বলিউডের সাড়া জাগানো ‘বাজরাঙ্গি ভাইজান’ চলচ্চিত্রের সাথে এর মিল রয়েছে বলে জামাল ভারতীয় মিডিয়ায় ‘বাংলাদেশি বাজরেঙ্গি ভাইজান’নামে পরিচিত হন।