News71.com
 International
 10 Jun 16, 01:17 AM
 588           
 0
 10 Jun 16, 01:17 AM

নিজে গাড়ী চালিয়ে ভারত নেতা নরেন্দ্র মোদিকে নামি রেস্তোরাঁয় নৈশভোজে নিয়ে গেলেন মেক্সিকান প্রেসিডেন্ট নিয়েটো....

নিজে গাড়ী চালিয়ে ভারত নেতা নরেন্দ্র মোদিকে নামি রেস্তোরাঁয় নৈশভোজে নিয়ে গেলেন মেক্সিকান প্রেসিডেন্ট নিয়েটো....

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু সরবরাহকারী গোষ্ঠী এন এস জি-তে ভারতের অন্তর্ভুক্তি আগেই সমর্থন করেছেন। এবার কূটনৈতিক সৌজন্যেও ঘাতটি রাখলেন না মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো। ‌চার দেশ সফরের পর বুধবার রাতে মেক্সিকো পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজে গাড়ি চালিয়ে তাঁকে বিখ্যাত রেস্তোরাঁ কুইনটোনিল-এ নিয়ে গেলেন নিয়েটো।

সেখানে নৈশভোজ সারলেন দুই রাষ্ট্রপ্রধান। অতিথিকে নিখাদ মেক্সিকো খানার স্বাদ চাখাতে চেয়েছিলেন নিয়েটো। কিন্তু অতিথি নিরামিষাশী, তাই শুধু বিন টাকোস অর্ডার করেই ক্ষান্ত থাকতে হল। দুনিয়ার সেরা ৫০টি রেস্তোরাঁর মধ্যে ৩৫ নম্বর স্থানে রয়েছে মেক্সিকো সিটির কুইনটোনিল। সেখানকার শেফ জর্জ ভালেজো প্রধানমন্ত্রী মোদির জন্য হুয়াজনটল্‌সের একটি বিশেষ পদ রেঁধেছিলেন। হুয়াজনটল্‌স ব্রকোলির মতো দেখতে এক ধরনের সবজি। তার সঙ্গে চিজ আর টমেটো দিয়ে তৈরি হয় এই পদ। এই নৈশভোজের কথা টুইট করে জানালেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন