আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন বিমানবন্দরের কাছে একটি গাড়ির ওপর প্লেন বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্লেনের আরোহী বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবারের ওই দুর্ঘটনার বিষয়ে হিউস্টন অগ্নিনির্বাপন বিভাগের কর্মকর্তা জেন ইভানস জানান, পার্কিং করে রাখা একটি গাড়ির ওপর প্লেনটি বিধ্বস্ত হয়। নিহতরা সবাই প্লেনের আরোহী ছিলেন। এ সময় গাড়িতে কোনো ব্যক্তি না থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়নি বলে জানান ফায়ার ক্যাপ্টেন রু লোজানো। এছাড়া বিধ্বস্তের ঘটনায় ফুয়েল ট্যাঙ্ক বিস্ফোরণ না হওয়ায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।