নিউজ ডেস্কঃ মানবপাচারের অভিযোগে মালয়েশিয়ায় নুরুল ইসলাম নামের এক বাংলাদেশিকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দেশটির হাই কোর্ট এই দণ্ড দেন। তার বিরুদ্ধে ২০১৪ ও ২০১৫ সালের মধ্যে মানবপাচারের ৩টি অভিযোগ আনা হয়েছে। মোহাম্মদ নুরবাসায়া, দিলওয়ার এবং জয় নামে ৩ বাংলাদেশিকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে এসেছিলেন নুরুল ইসলাম। গতকাল দোভাষীর মাধ্যমে আদালতে তিনি এ অভিযোগ স্বীকার করেছেন ।
দেশটির মানবপাচার বিরোধী আইন অনুযায়ী, মানবপাচারের শাস্তি সর্বোচ্চ ১৫ বছরের জেল ও অর্থদণ্ড। বিচারবিভাগীয় কমিশনার আবু বকর কাতার প্রতিটি অভিযোগের জন্য নুরুল ইসলামকে ১০ বছর করে কারাদণ্ড দেন। তার আগে নুরুল ইসলাম আদালতকে জানান, আমাকে অন্য এজেন্টরা এ কাজে বাধ্য করেছে। এজন্য আমাকে ১ হাজার ৮০০ রিংগিত (মালয়েশীয় মুদ্রা) করে দেওয়া হতো। তাদের নির্দেশ না মানলে আমাকে প্রহার করা হতো। বাংলাদেশে স্ত্রী, ৩ সন্তান ও ৭৫ বছর বয়সী বাবা রয়েছে উল্লেখ করে তিনি জানান , আমাকে কারাদণ্ড দেওয়া হলে তাদের দেখভাল কে করবে?