News71.com
 International
 10 Jun 16, 06:38 PM
 548           
 0
 10 Jun 16, 06:38 PM

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে ৩০ বছরের কারাদণ্ড ।।

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে ৩০ বছরের কারাদণ্ড ।।

নিউজ ডেস্কঃ মানবপাচারের অভিযোগে মালয়েশিয়ায় নুরুল ইসলাম নামের এক বাংলাদেশিকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দেশটির হাই কোর্ট এই দণ্ড দেন। তার বিরুদ্ধে ২০১৪ ও ২০১৫ সালের মধ্যে মানবপাচারের ৩টি অভিযোগ আনা হয়েছে। মোহাম্মদ নুরবাসায়া, দিলওয়ার এবং জয় নামে ৩ বাংলাদেশিকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে এসেছিলেন নুরুল ইসলাম। গতকাল দোভাষীর মাধ্যমে আদালতে তিনি এ অভিযোগ স্বীকার করেছেন ।

দেশটির মানবপাচার বিরোধী আইন অনুযায়ী, মানবপাচারের শাস্তি সর্বোচ্চ ১৫ বছরের জেল ও অর্থদণ্ড। বিচারবিভাগীয় কমিশনার আবু বকর কাতার প্রতিটি অভিযোগের জন্য নুরুল ইসলামকে ১০ বছর করে কারাদণ্ড দেন। তার আগে নুরুল ইসলাম আদালতকে জানান, আমাকে অন্য এজেন্টরা এ কাজে বাধ্য করেছে। এজন্য আমাকে ১ হাজার ৮০০ রিংগিত (মালয়েশীয় মুদ্রা) করে দেওয়া হতো। তাদের নির্দেশ না মানলে আমাকে প্রহার করা হতো। বাংলাদেশে স্ত্রী, ৩ সন্তান ও ৭৫ বছর বয়সী বাবা রয়েছে উল্লেখ করে তিনি জানান , আমাকে কারাদণ্ড দেওয়া হলে তাদের দেখভাল কে করবে?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন