News71.com
 International
 11 Jun 16, 12:57 AM
 595           
 0
 11 Jun 16, 12:57 AM

আফগানিস্তানে মসজিদে বিষ্ফোরণ, নিহত ৪ আহত ৪০

আফগানিস্তানে মসজিদে বিষ্ফোরণ, নিহত ৪ আহত ৪০

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের নানগারহার প্রদেশে রোদাত অঞ্চলে একটি মসজিদে বিষ্ফোরনে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ৪০ জন। সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসের নামাজ চলাকালীন প্রচণ্ড বিষ্ফোরনে কেঁপে ওঠে মসজিদটি। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে ।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তায়ুল্লাহ খোগয়ানি জানিয়েছেন, প্রদেশের রাজধানী জালালাবাদের কাছেই ঘটেছে ঘটনাটি। জানা গেছে, নানগারহার প্রদেশটিতে বৃদ্ধি পেয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। এই বছরই এই প্রদেশে তালিবানদের সাথে আইএসের সংঘর্ষের ঘটনা ঘটেছিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন