News71.com
 International
 15 Apr 21, 09:31 PM
 31           
 0
 15 Apr 21, 09:31 PM

ইসরায়েলি সেনাদের বর্বরতা।। নিরপরাধ ফিলিস্তিনি শিশুর চোখে গুলি

ইসরায়েলি সেনাদের বর্বরতা।। নিরপরাধ ফিলিস্তিনি শিশুর চোখে গুলি

আন্তর্জাতিক ডেস্কঃ অতিতের সব রেকর্ড ছাড়িয়ে পশ্চিম তীরে সম্প্রতি ইসরায়েলি সেনারা বর্বরতা চালাচ্ছে। এবার তারা ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে একটি দোকানে ঢুকে নিরপরাধ এক শিশুর চোখে গুলি করে তাকে অন্ধ করে দিয়েছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ইজ্জ আল-দিন নাদাল বাতাশ নামে ১৪ বছর বয়সী ফিলিস্তিনি ওই শিশুটি তার ১৩ বছর বয়সী চাচাত ভাইকে নিয়ে হেবরনের একটি দোকানে অবস্থান করছিল। এ সময় ইসরায়েলি সেনারা সেখানে ঢুকে কোনো কারণ ছাড়াই বাতাশের চোখে গুলি করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় জেরুজালেম চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানের চিকিৎসকরা জানিয়েছেন, ফিলিস্তিনি এই শিশুটি এবার প্রাণে বেঁচে গেলেও আর কখনো চোখে কিছু দেখতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন