News71.com
 International
 16 Apr 21, 01:51 PM
 294           
 0
 16 Apr 21, 01:51 PM

জো বাইডেনের ওপর ক্ষুব্ধ রাশিয়া।।

জো বাইডেনের ওপর ক্ষুব্ধ রাশিয়া।।

আন্তর্জাতিক ডেস্কঃ ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ওপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো।এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, খুব শিগগিরই মার্কিন নিষেধাজ্ঞার জবাব দেবে রাশিয়া। যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে রাশিয়া ৬টি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ওই সব প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে অর্থ থাকলে সেগুলো বাজেয়াপ্তের নির্দেশ দেন তিনি। পরে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমিয়ে আনার ঘোষণা দেন বাইডেন। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য রাশিয়ার সঙ্গে কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন