News71.com
 International
 16 Apr 21, 01:54 PM
 289           
 0
 16 Apr 21, 01:54 PM

যুদ্ধবিমান ও অস্ত্রভাণ্ডার উন্নয়নে তুরস্ক, চীন, পাকিস্তানের জোট গঠনের সম্ভাবনা।।

যুদ্ধবিমান ও অস্ত্রভাণ্ডার উন্নয়নে তুরস্ক, চীন, পাকিস্তানের জোট গঠনের সম্ভাবনা।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান উন্নয়নে জন্য তিনটি দেশের দক্ষতা এবং ক্ষমতা একত্রিত করার লক্ষ্যে তুরস্ক ও চীনের সাথে সমন্বয় সাধন করছে। পাকিস্তানি সেনাবাহিনী তিনটি দেশের বিমান শক্তি বৃদ্ধিতে ড্রোন এবং যুদ্ধবিমানে চীন ও তুরস্কের দক্ষতার সমন্বয়ে একটি বিশাল সম্ভাবনা দেখছে।

এছাড়াও পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা গত ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তুরস্ক সফর করেন। তুরস্কের জেনারেল স্টাফ প্রধান জেনারেল ইয়াসারগুলার জেনারেল স্টাফ সদর দপ্তরে রাজাকে আমন্ত্রণ জানান। তুরস্ককে সহায়তা করার পাশাপাশি এই সফরের পেছনে আরেকটি উদ্দেশ্য ছিল চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) অংশ হিসেবে তুরস্ককে অন্তর্ভুক্ত করা এবং তিনজনের মধ্যে দ্রুত জোট গড়ে তোলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন