News71.com
 International
 19 Apr 21, 10:26 PM
 238           
 0
 19 Apr 21, 10:26 PM

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রান্ত।।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রান্ত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রান্ত হয়েছেন। অসুস্থ বোধ করায় সম্প্রতি নমুনা পরীক্ষা করান তিনি। এরপর আজ সোমবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আজ বিকেল ৫টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এমস) ট্রমা সেন্টারে ভর্তি করা হয় তাকে। ৮৮ বছরের মনমোহনের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বেশ আগেই করোনা টিকার দুটি ডোজ নিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনমোহন সিং। এরপর আজই তাঁর শরীরে করোনার অস্তিত্ব মেলে। বয়স বেশি হওয়ার কারণে আর কোনো ঝুঁকি নিতে চায়নি তাঁর পরিবার। তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ মেনে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (AIIMS) ভর্তি করা হয়েছে তাকে। তবে আপাতত সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন