News71.com
 International
 19 Apr 21, 10:42 PM
 262           
 0
 19 Apr 21, 10:42 PM

গ্রিস ও ইসরায়েলের মধ্যে সর্বকালের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি।।

গ্রিস ও ইসরায়েলের মধ্যে সর্বকালের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সম্প্রতি গ্রিস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী সর্বকালের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ইতোমধ্যে ইসরায়েল ও গ্রিসের বিমানবাহিনী যৌথ মহড়া শুরু করেছে।

এ চুক্তির মধ্যে অন্তভুক্ত রয়েছে গ্রিসের বিমানবাহিনীর জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। ইসরায়েলের নিজস্ব ফ্লাইট একাডেমির মডেলে নির্মিত হবে এ প্রশিক্ষণ কেন্দ্র। আরও থাকছে ইতালির তৈরি ১০এম-৩৪৬ এয়ারক্রাফট। গ্রিসের টি-৬ এয়ারক্রাফটের পরিমার্জন ও পরিচালনার জন্য সরঞ্জাম সরবরাহ করবে, এলবিটের সাথে থাকবে প্রশিক্ষণ, সিমুলেটর ও লজিস্টিকস সাহায্য।

এক সংবাদ সম্মেলনে রবিবার (১৮ এপ্রিল) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, 'দুই দেশের বিমানবাহিনী যৌথ মহড়া শুরুর করায় তাদের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধন শক্তিশালী হবে। এছাড়াও গ্রিসের প্রতিরক্ষা ঠিকাদার এলবিট সিস্টেমসের সঙ্গে ২২ বছর মেয়াদি ১.৬৫ বিলিয়নের চুক্তি অন্তভুক্ত রয়েছে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন