News71.com
 International
 21 Apr 21, 01:27 PM
 275           
 0
 21 Apr 21, 01:27 PM

করোনার দ্বিতীয় ঢেউ তুফানের মতো আছড়ে পড়েছে।। নরেন্দ্র মোদি

করোনার দ্বিতীয় ঢেউ তুফানের মতো আছড়ে পড়েছে।। নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে হু হু করে বাড়ছে শনাক্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় ২ লাখ ৬০ হাজার শনাক্ত। মৃতের সংখ্যা ১৭শ পার করেছে। অপরদিকে, পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা শনাক্ত নয় হাজার ৮১৯ জন। একদিনে মারা গেছে ৪৬ জন। এই পরিস্থিতিতে মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন আগে থেকেই টুইট করে জানিয়েছিলেন, রাত ৮টায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। ফলে গোটা দেশে তাকিয়ে ছিল কি বার্তা দেন তিনি সেই দিকে। কারণ এর আগে প্রধানমন্ত্রীর অনেক সিদ্ধান্তেই হঠাৎ করে স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন। তবে এদিন প্রধানমন্ত্রী বলেন, আমরা সকলেই জানি করোনার দ্বিতীয় ঢেউ তুফানের মতো আছড়ে পড়েছে। মৃতের পরিবারদের সমবেদনা জানাই। করোনার বিরুদ্ধে একযোগে লড়ছে দেশ। শুধু ধৈর্য ধরে এগোতে হবে। গত কয়েক দিনে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে পরিস্থিতি শোধরাবে। ওষুধ উৎপাদনও বাড়ানো হয়েছে। দুই ধরনের দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকা আমাদের হাতে আছে। আমাদের বিজ্ঞানীরা টিকা তৈরি করেছে। সবচেয়ে সস্তা টিকা তৈরি করেছে ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন