News71.com
 International
 22 Apr 21, 03:32 PM
 308           
 0
 22 Apr 21, 03:32 PM

পাকিস্তানে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে।।

পাকিস্তানে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে চলতি অর্থবছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) হ্রাস পেয়েছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের শেষে এফডিআই ৩৫ শতাংশ কমে আসায়, বিনিয়োগকারীদের অবস্থার কোনো উন্নতি হয়নি। গত সোমবার জারি হওয়া স্টেট ব্যাংক অফ পাকিস্তানের (এসবিপি) তথ্য অনুযায়ী, এ অর্থবছরের জুলাই-মার্চ মাসে এফডিআই হ্রাস পেয়ে ১.৩৯৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ২.১৫ বিলিয়ন ডলার ছিল।

গত বছরের মার্চে প্রবাহ ছিল ২৭৮.৭ মিলিয়ন ডলারের। সে তুলনায় এ বছরের মার্চে সেটা হ্রাস পেয়ে ১৬৭.৬ মিলিয়ন ডলারে নেমেছে। এতে দেখা যাচ্ছে ৪০ শতাংশ হ্রাস পেয়েছে প্রবাহ। যাইহোক, এই বছরের মার্চ মাসে বিনিয়োগের ফ্লো ফেব্রুয়ারির তুলনায় কিছুটা উন্নত হয়েছিল। ফেব্রুয়ারিতে প্রত্যক্ষ বিনিয়োগ ১৫৫ মিলিয়ন ডলার ছিল। তবে তখনই এফডিআই- এর সামগ্রিক প্রবণতা হ্রাস পাওয়ার আভাস পাওয়া যায় তখনই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন