News71.com
 International
 23 Apr 21, 12:43 PM
 250           
 0
 23 Apr 21, 12:43 PM

ভারতে এক দিনে তিন লাখ ১৫ হাজার মানুষে করোনা সংক্রমণ।।

ভারতে এক দিনে তিন লাখ ১৫ হাজার মানুষে করোনা সংক্রমণ।।

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতে এক দিনে তিন লাখ ১৫ হাজার মানুষের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই দিন রেকর্ড প্রায় ৯ লাখ আক্রান্ত নথিবদ্ধ হয়েছে বিশ্বে। ভারতে শুধু আক্রান্তেই রেকর্ড হয়নি, সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণহানিও হয়েছে সর্বোচ্চ। নতুন করে দুই হাজার ৭৪ জনের প্রাণহানি হওয়ায় সেখানে করোনাজনিত মৃত্যু দাঁড়াল এক লাখ ৮৫ হাজারে। তা ছাড়া দেশটিতে সর্বাধিকসংখ্যক চিকিৎসাধীন রোগী থাকায় হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, গতকাল সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে তিন লাখ ১৪ হাজার ৮৩৫ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলো এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন। গত ৫ এপ্রিল ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭৮। দুই দিন ধরে তা দুই হাজার ছাড়াচ্ছে। গত বুধবার ছিল দুই হাজার ২৩, যেখানে গতকাল প্রাণ গেছে দুই হাজার ৭৪ জনের। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পরই ভারতের অবস্থান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন