News71.com
 International
 28 Apr 21, 10:10 PM
 227           
 0
 28 Apr 21, 10:10 PM

শ্রীলঙ্কার মন্ত্রিসভায় বোরকা নিষিদ্ধের প্রস্তাব অনুমোদন।।

শ্রীলঙ্কার মন্ত্রিসভায় বোরকা নিষিদ্ধের প্রস্তাব অনুমোদন।।

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় বোরকা পরা নিষিদ্ধ করতে একটি আইনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। ‘জাতীয় নিরাপত্তার জন্য’ এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ।

জানা যায়, এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা বলেন, ‘মন্ত্রিসভা প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এটি এখন আইনের খসড়া কমিটির কাছে যাবে এবং পরে তা শ্রীলঙ্কার পার্লামেন্টে পাঠানো হবে।’ সংসদে আইনটি সহজেই পাস হবে বলে মনে করা হচ্ছে, কারণ দেশটির সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনের দখল রয়েছে সরকারের। ২০১৯ সালে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে আত্মঘাতী বোমা হামলায় ২৬০ জন নিহত হওয়ার পর বোরকা সাময়িকভাবে নিষিদ্ধ করে দিয়েছিল সরকার। সন্ত্রাসী সংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় দুটি সংগঠনকে এই হামলার জন্য দায়ী করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন