News71.com
 International
 29 Apr 21, 02:48 PM
 248           
 0
 29 Apr 21, 02:48 PM

ফাইজার ও মডার্নার টিকা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর।।

ফাইজার ও মডার্নার টিকা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর।।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে এক মার্কিন গবেষণায় দেখা গেছে। দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলছে, গবেষণায় দেখা গেছে ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা টিকার সব ডোজ নিলে কোভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৯৪ শতাংশ কমে যায়। সিডিসি সূত্রে আরও জানা গেছে, এক ডোজ নেওয়ার পর সেই ঝুঁকি কমে ৬৪ শতাংশ।

এর আগে বয়স্ক ব্যক্তিদের ও মডার্নার দুই টিকাতেই ঝুঁকি কমার ওপর টিকার কার্যকারিতা নিয়ে তথ্য-উপাত্ত প্রকাশ করে ইসরায়েল। তবে সেটি ছিল শুধু ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়ে। সিডিসির পর্যবেক্ষণে, ফাইজারের বিষয়টি উঠে এসেছে। টিকার সব ডোজ নেওয়ার পর বয়স্ক ব্যক্তিদের ঝুঁকি কমে যাওয়া নিয়ে গবেষণাকে স্বাগত জানিয়েছেন সিডিসির পরিচালক রোচেল ওয়ালেনস্কিভ। তিনি বলেন, ‘গবেষণার ফলাফলটি আমাদের সমাজে ও হাসপাতালগুলোতে আশা সঞ্চার করবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন