News71.com
 International
 29 Apr 21, 08:59 PM
 258           
 0
 29 Apr 21, 08:59 PM

সংকট কাটিয়ে আমেরিকা আবার স্বপ্ন দেখছে।। জো বাইডেন

সংকট কাটিয়ে আমেরিকা আবার স্বপ্ন দেখছে।। জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকার গণতন্ত্রের ওপর ইতিহাসের নজিরবিহীন হামলা হয়েছে। গণতন্ত্রের প্রতি জনগণের বিশ্বাস পুনরুদ্ধার করতে হবে। আমেরিকা আবার সামনে এগিয়ে যাচ্ছে। সংকট কাটিয়ে আমেরিকা আবার স্বপ্ন দেখছে। বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আমেরিকা উঠে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের ১০০ দিনের ১ দিন আগে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়ায় বক্তৃতায় বাইডেন এসব কথা বলেন।

সম্পূর্ণ অস্বাভাবিক পরিস্থিতিতে স্থানীয় সময় ২৮ এপ্রিল (বুধবার) কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য দেন বাইডেন। গতকাল বুধবার রাত ৯টা ৬ মিনিটে বক্তৃতা শুরু করেন তিনি। ১০টা ১১ মিনিটে বক্তৃতা শেষ করেন। প্রথা অনুযায়ী তিনি বক্তৃতা দেওয়ার আগে-পরে আইনপ্রণেতাদের দিকে এগিয়ে যান। মাস্ক পরে আইনপ্রণেতাদের সঙ্গে কিছুটা সময় কুশলবিনিময় করেন। গত ৬ জানুয়ারির হামলার কথা মাথায় রেখে প্রেসিডেন্ট বাইডেনের এই বক্তৃতা উপলক্ষে ক্যাপিটল হিলসহ ওয়াশিংটন ডিসিতে গ্রহণ করা হয় নজিরবিহীন নিরাপত্তা। প্রথা অনুযায়ী যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের দেওয়া এমন বক্তৃতার সময় সরকারের সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিতি থাকেন। কিন্তু চলমান স্বাস্থ্যসতর্কতার জন্য এবারের অধিবেশনে নির্দিষ্ট সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন