News71.com
 International
 30 Apr 21, 11:17 PM
 270           
 0
 30 Apr 21, 11:17 PM

পানি নিয়ে কিরগিজস্তান-তাজিকিস্তানের মধ্যে সংঘাতে নিহত ১৩।।

পানি নিয়ে কিরগিজস্তান-তাজিকিস্তানের মধ্যে সংঘাতে নিহত ১৩।।

আন্তর্জাতিক ডেস্কঃ পানি নিয়ে বিতর্কের জেরে কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে সংঘাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়াও বহু আহত ও ১০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। বিবিসির খবরে বলা হয়, বহু বছর ধরে দুদেশের মধ্যে সীমান্ত নিয়ে বিতর্ক চললেও এটিই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। বুধবার (২৮ এপ্রিল) দুই প্রতিবেশীর মধ্যে প্রথম সংঘাত শুরু হয়। তখন পানি স্থাপনায় নজরদারি ক্যামেরা বসানোর পর দুই পক্ষ থেকে পরস্পরের প্রতি পাথর নিক্ষেপ করা হয়। অস্ত্রবিরতি চুক্তি ও সেনাপ্রত্যাহার করে নেওয়া হলেও গোলাগুলি চলছিল। কিরগিজের পক্ষ থেকে হতাহতের সংখ্যা জানা গেলেও তাজিকের তরফে স্পষ্ট করে কিছু জানা যায়নি। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কিছু ভবনে অগ্নিদগ্ধ হতে দেখা গেছে। কিরগিজস্তানের বাতকিন অঞ্চল ঘিরে এই দ্বন্দ্ব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন