News71.com
 International
 30 Apr 21, 11:19 PM
 289           
 0
 30 Apr 21, 11:19 PM

ভারতে স্বর্ণের বাজারে টানা ৭ দিন দরপতন।।

ভারতে স্বর্ণের বাজারে টানা ৭ দিন দরপতন।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে স্বর্ণের বাজারে টানা ৭ দিন দরপতন দেখা গেল। আজ শুক্রবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে গোল্ড ফিউচারসের দাম ০.০৭ শতাংশ কমে যায়। এর জেরে ১০ গ্রাম প্রতি সোনার দাম দাঁড়ায় ৪৬ হাজার ৬৯১ রুপি। একইসঙ্গে রুপার দাম কমে ০.৩ শতাংশ। এর জেরে প্রতি কেজি রুপার দাম হয় ৬৮ হাজার ৪৩৯ রুপি দাড়ায়। এর আগের সেশনে স্বর্ণ ও রুপার দাম পর্যায়ক্রমে ০.৭৫ এবং ০.৬ শতাংশ কমেছিল। গত সপ্তাহে স্বর্ণের দাম ৪৮,৪০০ রুপিতে নেমেছিল। তারপর বিশ্ব বাজারের রেশ ধরে স্বর্ণের দাম ক্রমশ নিম্নমুখী হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন