News71.com
 International
 01 May 21, 01:47 PM
 239           
 0
 01 May 21, 01:47 PM

চীনের মহাকাশ স্টেশনের মূল অংশ উৎক্ষেপণ।।

চীনের মহাকাশ স্টেশনের মূল অংশ উৎক্ষেপণ।।

আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের মহাকাশ স্টেশনের মূল অংশ বা মডিউল গত বৃহস্পতিবার উৎক্ষেপণ করেছে চীন। দেশটির ক্রমেই উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠা মহাকাশ কর্মসূচিতে এটি সর্বসাম্প্রতিক পদক্ষেপ। থিয়েন হ্য নামের এই মডিউলে আছে নভোচারীদের থাকার জন্য ঘর। চীনের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ফাইভবি নামের রকেটের মাধ্যমে এই মহাকাশস্টেশনটি উৎক্ষেপণ করা হয়েছে। বেইজিংয়ের আশা, তাদের নতুন মহাকাশকেন্দ্রটি ২০২২ সালের মধ্যেই কাজ করতে শুরু করবে। মহাকাশে এখন একটিমাত্র স্পেসস্টেশন আছে, যেটি আন্তর্জাতিক মহাকাশস্টেশন। এটি চীনকে ব্যবহার করতে দেওয়া হয় না। ২০০৩ সালে চীন প্রথম তার নভোচারীকে কক্ষপথে পাঠায়। চীন তখন ছিল সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর মহাকাশ অভিযানের দৌড়ে তৃতীয় দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন