News71.com
 International
 01 May 21, 01:58 PM
 250           
 0
 01 May 21, 01:58 PM

সন্তানসম্ভাবা নারীর মমি আবিষ্কার করলেন পোল্যান্ডের বিজ্ঞানীরা।।

সন্তানসম্ভাবা নারীর মমি আবিষ্কার করলেন পোল্যান্ডের বিজ্ঞানীরা।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রথম সন্তানসম্ভাবা নারীর মমি আবিষ্কারের কথা জানিয়েছেন পোল্যান্ডের বিজ্ঞানীরা। রাজধানী ওয়ারসোতে জাতীয় জাদুঘরে দুই হাজার বছর আগের মানবদেহ পরীক্ষা করে তারা এই তথ্য নিশ্চিত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। আঠারো শতকের শুরুর দিকে মিসর থেকে পোল্যান্ডে আনা হয়েছিল প্রাচীন এই মমি। পোলিশ বিজ্ঞানীরা ‘ওয়ারশো মমি প্রকল্প’ নিয়ে এখন কাজ করছেন।

নৃবিজ্ঞানী ও প্রত্নতত্ত্ববিদ মারজেনা ওজারেক-সিজিলকি বলেন, আমার স্বামী স্ট্যানিসল ও আমি মমিটির এক্স-রে ছবি বিশ্লেষণ করে দেখলাম যে, এই নারী সন্তানসম্ভাবা ছিলেন। এই নারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হবে। তিনি ২৬ থেকে ৩০ সপ্তাহের সন্তানসম্ভাবা ছিলেন। মমিটি বিশদ বিশ্লেষণ করে একটি পরিপূর্ণ ভ্রূণ দেখা গেছে। এমন দ্বিতীয় কোনো ঘটনা আসলে আমাদের সামনে নেই। মারজেনা ওজারেক-সিজিলকি বলেন, গর্ভাবস্থা নিয়ে ধূম্রজাল কাটিয়ে ওঠার একটি চেষ্টা রয়েছে। সম্ভবত এর সঙ্গে পুনর্জীবন সংক্রান্ত বিশ্বাসের কোনো গুরুত্ব আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন