News71.com
 International
 01 May 21, 09:36 PM
 281           
 0
 01 May 21, 09:36 PM

চাঁদে মানুষ পাঠানোর মিশন স্থগিত করল নাসা।।

চাঁদে মানুষ পাঠানোর মিশন স্থগিত করল নাসা।।

আন্তর্জাতিক ডেস্কঃ চাঁদে অভিযান চালাতে নভোযান তৈরির জন্য ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে ২৯০ কোটি ডলারের চুক্তি করে নাসা। তবে এই চুক্তির বিপক্ষে দুটি প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে তা স্থগিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।

দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদে মানুষ অবতরণের জন্য প্রকল্পটির নাম হিউম্যান ল্যান্ডিং সিস্টেম (এইচএলএস)। সেটির কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস। অর্থাৎ শিগগির আর চুক্তির প্রথম কিস্তির টাকা পাচ্ছে না স্পেসএক্স। অ্যাপোলো অভিযানের পর এই প্রথম চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগ নেয় নাসা। প্রকল্পটির জন্য গত ১৬ এপ্রিল ইলন মাস্কের প্রতিষ্ঠানটি নির্বাচনের ঘোষণা দেয়। এর আগেও স্পেসএক্সের সঙ্গে কাজ করছে নাসা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন