News71.com
 International
 02 May 21, 07:22 PM
 225           
 0
 02 May 21, 07:22 PM

বার্লিনে দম্পতির বিরুদ্ধে প্রণোদনা জালিয়াতির অভিযোগ।।

বার্লিনে দম্পতির বিরুদ্ধে প্রণোদনা জালিয়াতির অভিযোগ।।

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির রাজধানী বার্লিনে এক দম্পতির বিরুদ্ধে করোনা প্রণোদনা পেতে জালিয়াতির অভিযোগ উঠেছে। সরকারি কৌঁসুলি জানিয়েছেন, আবুল বারা নামের ওই ব্যক্তি ও তাঁর স্ত্রী মিথ্যা তথ্য দিয়ে জালিয়াতির মাধ্যমে করোনার প্রণোদনা গ্রহণ করেছেন। এর মাধ্যমে তাঁরা রাষ্ট্রীয় তহবিলের ক্ষতি করেছেন। আবুল বারা নামের ওই ব্যক্তি বার্লিন শহরের ভেডিং এলাকায় অবস্থিত আশ-সাহাবা মসজিদের ইমাম। ৪৭ বছর বয়সী এই ব্যক্তি ফিলিস্তিনের নাগরিক। তাঁর স্ত্রী জার্মানির নাগরিক। বার্লিনের সরকারি কৌঁসুলির কার্যালয় এই ‍দুজন এবং লেবাননের এক নাগরিকের বিরুদ্ধে টিয়ারগার্টেন আদালতে প্রতারণার অভিযোগ এনেছে।

সরকারি কৌঁসুলির বরাত দিয়ে বার্লিনের ‘ডের টাগেসস্পিগেল’ পত্রিকা জানিয়েছে, গত বছরের এপ্রিলে করোনার সংক্রমণ ঠেকাতে জার্মান সরকার কঠোর লকডাউন দেয়। এতে বন্ধ হয়ে যায় দোকানপাট, ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান। এরপর লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য প্রণোদনার ঘোষণা দেয় জার্মান সরকার। স্বল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রণোদনা দিতে সে সময় অনলাইনে আবেদন করার আহ্বান জানায় কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন